ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৪ - ৭:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নাচোলে এসেডো’র মুক্তি প্রকল্পের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে কম্বল বিতরন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 5, 2021 - 9:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 86 বার

মোঃ নাসিম,নচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ বাংলাদেশ স্টাফ বেনিভোলেন্ট ফান্ডে এসেডো মুক্তি প্রকল্পের ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় নাচোল উপজেলার মুসলিমপুর গার্লস একাডেমী চত্বরে ১০০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে কম্বল বিতরণী সভায় বক্তব্য রাখেন ট্রেইডক্রাফট এক্রাচেঞ্জ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাহেদ ফেরদৌস, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নইম মুন্নি, ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ বাংলাদেশ এর ফাইন্যান্স ম্যানেজার মন্জুরুল হক,প্রজেক্ট সাপোর্ট অফিসার অলিভা বিশ্বাস, প্রজেক্ট কো-অডিনেটর মুক্তি প্রকল্প শাহ শফি মো. মোতাক্কেল বিল্লাহ, এসেডো’র নির্বাহী পরিচালক কৃষিবিদ মো: রবিউল আলম, ফাইনান্স ম্যানেজার আজাহার আলী, আ্যাসোসিয়েশনের সভাপতি যতীন হেমরম ও আদিবাসী নেতা বিধান শিং।