মির্জাপুরে হাঁটুভাঙ্গা বাজারে করাত কলের লাইসেন্স না থাকায় জরিমানা
মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়নের হাঁটুভাঙ্গা বাজারের ৪ টি করাত কলের লাইসেন্স না থাকায় চার ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ জানুয়ারী) উপজেলার হাঁটুভাঙা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জুবায়ের হোসেন।
জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার হাঁটুভাঙা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ টি করাত কলের লাইসেন্স না থাকায় ৪ ব্যবসায়ী মোঃ রিয়াজ উদ্দিন,মোঃ হানিফ,মোঃ শামসুল আলম ও মোঃ জুলহাস সহ প্রত্যেককে ব্যবসায়ীকে ১০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জুবায়ের হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাঁটুভাঙা বাজারে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ টি করাত কলের লাইসেন্স না থাকায় ৪ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।