ঢাকা | ডিসেম্বর ৩০, ২০২৪ - ১:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কিশোরগঞ্জে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 5, 2021 - 9:52 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 67 বার

মোঃ লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগে বর্ণিল বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উচ্ছ্বাসের মাতোয়ারায় প্রাণের স্পন্দনে আনন্দ শোভাযাত্রায় হারিয়ে যাওয়ার এক মুহূর্ত সময়ে বৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

আজ মঙ্গলবার বিকেলে সুবিশাল বিজয় নিশানা জাতীয় পতাকার বহরে বিভিন্ন প্রান্তর থেকে আসা হাজারো তারুণ্যর অহংকার নেতাকর্মীদের অংশগ্রহণে “জয় বাংলা’ জয় বঙ্গবন্ধু শুভ শুভ দিন ছাত্রলীগের জন্মদিন” মুহুমুহু স্লোগানে শোভাযাত্রাটি কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়ে এক আলেচনা সভায় মিলিত হয় ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইনুল আরফিন সপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান জেভির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ (আপেল) বিশেষ আলোচক মাসুদ সরকার, উপজেলা আ’লীগ সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শিল্পী রানী রায়, সদর ইউপি চেয়ারম্যান আনিসুল ইসলাম আনিছ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পতিরাম চন্দ্র রায়, সহ সভাপতি রাশেদুল রহমান রাশেদ, সহ সভাপতি আসাদুজ্জামান চিলু, আ’লীগ নেতা আহসানুল হক চন্দন ও শফি কামাল রিয়াদ প্রমুখ।

আলোচনা সভা শেষে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।