ঢাকা | ডিসেম্বর ৩১, ২০২৪ - ২:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চান্দ্রায় ঘাতক অটো চালকের বেপরোয়া গতিতে প্রান কেড়ে নিলো ৮ বছরের শিশু মোতালেবের!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 5, 2021 - 10:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 81 বার

মোঃ জাহিদুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা ইউারনিয়নের ৮ নং ওায়ার্ড দঃবালিয়া গ্রামে চান্দ্রা চৌরাস্তা’র মাঝামাঝি বেপারী বাড়ির সামনে ঘাতক অটো চালকের বেপরোয়া গতিতে প্রান কেড়ে নিলো খালু বেপারীর ছেলে মোতালেবের (৮)এর প্রান। আজ মঙ্গলবার বিকাল ৪টায় দূর্ঘটনার শিকার শিশু মোতালেব কে স্থানীয়রা অটোর নিচ থেকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করেন। ঘাতক অটো চালক একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড মদনা গ্রামের বারেক মোল্লার ছেলে মোঃ মাইনুদ্দিন মোল্লা। মদিনা মার্কেট থেকে চান্দ্রা চৌরস্তা আসার পথে উদ্দিপন ব্যাংক সংলগ্ন বেপারী বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে।

শিশু মোতালেবের মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর বাবা মায়ের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। বার বার মূর্চা যায় আমার বাবা কি আর ফিরে আসবেনা। আমাদেরকে ছেড়ে চির তরে চলে যাবে বিশ্বাস হয়না। তাঁদের কান্নায় প্রতিবেশীরা ও চোখের পানি ধরে রাখতে পারেনা। যে’ই ঘাতক অটো চালক আমার বাবার জীবন কেড়ে নিয়েছে তাঁর বিচার চাই।