ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৮:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কিশোরগঞ্জে ছেলের বেধড়ক মারপিটে পিতা-মাতা হাসপাতালে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 6, 2021 - 4:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 216 বার

মোঃ লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে রিয়াজ উদ্দিন (৭০) স্ত্রী আমেনা খাতুন (৫৮) নামে এক বৃদ্ধ পিতা – মাতা ও ছোট ছেলের স্ত্রী কামরুন নাহারকে বেধড়ক মারপিটের অভিযোগ পাওয়া গেছে, প্রথম ছেলে আইনুল ইসলাম তার স্ত্রী আশিদা খাতুন ও ছেলে আতিকুল ইসলামের বিরুদ্ধে।

বুধবার সকালে উপজেলার পুটিমারি ইউনিয়নের দক্ষিণ ভেড়ভেড়ী ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।এ ঘটনায় বড় ছেলে ও তার স্ত্রী,নাতির অমানবিক নিষ্ঠুরতার নির্যাতনের শিকার হয়ে হতভাগা পিতা- মাতা ও ছোট ছেলের স্ত্রী গুরুতর আহত হয়ে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ব্যাপারে ভুক্তভোগী পিতা রিয়াজ উদ্দিন বড় ছেলে আইনুল ইসলামকে প্রধান করে ৩ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার সকালে রিয়াজ উদ্দিন তার নামীয় সম্পত্তি (জমি) বন্ধক রাখিয়া বড় মেয়ে আঞ্জুয়ারা বেগমকে সাংসারিক গরজ বসত টাকা হাওলাদ দিতে চাইলে বড় ছেলে আইনুল, তার স্ত্রী আশিদা ও ছেলে আতিকুল অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রতিবাদ করলে,এ সময় রিয়াজ উদ্দিন গালিগালাজ করতে নিষেধ করেন,এতে ক্ষিপ্ত হয়ে বড় ছেলে আইনুল তার স্ত্রী আশিদা ও ছেলে আতিকুলের বেধড়ক মারপিটে গুরুতর আহত হলে,স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে আইনুলের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি এবং তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।