ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাইডেনের অভিষেক অনুষ্ঠানে থাকবেন জর্জ বুশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 6, 2021 - 8:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 188 বার

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ৫ জানুয়ারি মঙ্গলবার জর্জ বুশের চিফ অব স্টাফ ফ্রাডি ফোর্ড এ তথ্য জানান।

এক টুইটে ফ্রাডি ফোর্ড বলেন, ‘প্রেসিডেন্ট এবং মিসেজ বুশ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে ক্যাপিটলে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।’

তিনি আরও বলেন, আমাদের গণতন্ত্রের প্রতীক হচ্ছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। এ ক্ষেত্রে কখনো ব্যত্যয় ঘটতে দেখা যায়নি। তবে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানানো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি এটা একটা খোঁচা বলে মনে করা হচ্ছে এবং তিনি বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন কি না তা নিশ্চিত নয়।

উল্লেখ্য, এবার অষ্টমবারের মতো প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন জর্জ ডব্লিউ বুশ।