ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড তলব গোলযোগের আশঙ্কা
মো নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ ওয়াশিংটন ডিসিতে গোলযোগের আশঙ্কায় ন্যাশনাল গার্ড তলব করেছেন স্থানীয় মেয়র মিউরিয়েল বাউসার।
ট্রাম্প সমর্থকরা সিনেটে বাইডেনের জয় প্রভাবিত করতে বিক্ষোভের উদ্যোগ নেওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে ভয়েস অব আমেরিকা জানিয়েছে।
ট্রাম্পের সমর্থকেরা ৫ ও ৬ জানুয়ারি মঙ্গল ও বুধবার ওয়াশিংটন ডিসিতে ব্যাপক ভোট জালিয়াতির প্রতিবাদে বিক্ষোভের কর্মসূচি নিয়েছে।
অধিবেশনের সময় লোকজনকে ডাউনটাউন ডিসি এবং সহিংসতাকামীদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন মেয়র।
পুলিশপ্রধান, রবার্ট কেন্টি আগ্নেয়াস্ত্র নিয়ে শহরে প্রবেশ নিষিদ্ধ করেছেন। সশস্ত্র লোকজনের শহরে ঢোকার প্রবণতা লক্ষ করা যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে ট্রাম্প এই বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে শামিল হতে চেয়েছেন। টুইটারে দেওয়া বার্তায় তিনি বলেন, আমি থাকব সেখানে, এটা এক ঐতিহাসিক দিন।