ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 15, 2020 - 3:29 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 83 বার

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃঃ সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। শহীদ সোমবার সকালে সিরাজগঞ্জ শহরের এস এস রোডস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চারনেতা, সকল শহীদ বুদ্ধিজীবিদের বিদেহী আত্মা শান্তি কামনা করে দোয়া মোনাজাত এবং বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা করা হয়েছে।

অপরদিকে,শহরের পৌরসভা রোডস্থ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া ও মোনাজাত করা হয়েছে। আলোোচনা সভার সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান। সঞ্চালনায় ছিলেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, বীরমুক্তিযোদ্ধা ইসহাক আলী, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, সাবেক এমপি, , জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সেলিনা বেগম স্বপ্না, সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা হাসনা হেনা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধার শফিকুল ইসলাম শফি, বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সিকদার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী তালুকদার প্রমুখ।

জেলাপ্রশাসনের আয়োজন, সকালে জেলাপ্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট মোহাম্মদ তোফাজ্জল হোসেন সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগগঠন নেতৃবৃন্দ সহ বীরমুক্তিযোদ্ধারা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান , রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ দিবসের কর্মসূচি পালন করেছে।