স্বেচ্ছায় রক্তদান করলেন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহান
নিজস্ব প্রতিনিধি: গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ বছর পদার্পণে বাংলাদেশ ছাত্রলীগের ‘ভার্চুয়াল ব্লাড ব্যাংক’ কার্যক্রম শুভ সূচনা উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য’র সঞ্চালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সংলগ্ন বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়।
উক্ত কর্মসূচিতে দিনব্যাপী রক্তদান করেন বাংলাদেশ ছাত্রলীগ অসংখ্য নেতাকর্মীরা। এসময় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে রক্তদানের মাধ্যমে যুক্ত হন বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জনপ্রিয় ছাত্রনেতা সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান।