ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৭:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গাবালীতে গাঁজাসহ যুবক আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 8, 2021 - 8:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

বিশেষ প্রতিবেদক: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মো. হোসেন হাওলাদার (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। মো. হোসেন হাওলাদার উপজেলার বাহের চর গ্রামের কামাল হাওলাদারের ছেলে।

আজ শনিবার দুপুর ১২টায় রাঙ্গাবালী উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের (পশু হাসপাতাল) সামনে থেকে মাদকসহ আটক করা হয় তাকে।

পুলিশের সূত্রে জানা যায়, মাদক বিক্রির জন্য রাঙ্গাবালী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর (পশু হাসপাতাল) সামনে প্রকাশ্যে মাদক বিক্রি করলে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় মো. হোসেন হাওলাদারের শরীরে তল্লাশি করে ১০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে তাদেরকে আটক করে থানায় নেয়া হয়।

রাঙ্গাবালী থানার তদন্ত ওসি গোলাম মোস্তফা জানান, গাঁজাসহ মো. হোসেন হাওলাদার নামের এক যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হবে।