ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৮:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই, ত্রিশালের মঠবাড়ীতে চেয়ারম্যান কদ্দুস

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 8, 2021 - 9:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 119 বার

আরিফ রববানী, ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামিলীগ নেতা আব্দুল কদ্দুস মন্ডল বলেন-খেলাধুলা হচ্ছে মেধাবী জাতি গঠনের অন্যতম মাধ্যম। লেখাপড়ার পাশাপাশি প্রতিটা সন্তানকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে। প্রতিটি সন্তান যেন মাদক থেকে দুরে থাকে সে ব্যাপারে অভিভাবকদের কেই সজাগ থাকতে হবে।

তিনি ইউনিয়নের অলহরী টান পাড়া তিন রাস্তার মোড় এলাকায় তালুকদার বাড়ি সংলগ্ন মাঠে ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন নয়ন ও স্থানীয় সমাজ সেবক জাহাঙ্গীর আলমের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ইংরেজি নতুন বছর উপলক্ষে অনুষ্ঠিত ফাইনাল ভলিবল খেলা-২০২১ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অলহরি খারহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলার উদ্ভোধন করেন ত্রিশাল উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ। খেলায় অংশগ্রহণ করেন একতা যুব সংঘ স্পোটিং ক্লাব বনাম অগ্রদূত স্পোটিং ক্লাব ।

প্রধান অতিথির বক্তব্য ইউপি চেয়ারম্যান কদ্দুস মন্ডল আরো বলেন-চলমান মহামারী করোনা পরিস্থিতিতে স্কুল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আর এই সুযোগে যেন কোন শিক্ষার্থী মাদকের সাথে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সকলকে তাদের সন্তানদের প্রতি নিয়মিত খোজ-খবর রাখার আহবান জানান। তিনি বলেন,মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। চেয়ারম্যান কদ্দুস মন্ডল এসময় আসন্ন নির্বাচনে মঠবাড়ী ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ড কে চলমান রাখতে আবারো সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করে বলেন-আমি গত নির্বাচনে প্রথমবার আপনাদের ভোটে চেয়ারম্যান হয়েছিলাম,আমার প্রায় ২-৩ বছর পার হয়েছে অফিস আদালত চিনতে,স্বল্প সময়ে ইউনিয়নে শতভাগ উন্নয়ন দেওয়া সম্ভব হয়না,তবে আমি কোন দালালি করিনি,কারো ক্ষতি করিনি,চেয়ারম্যান হিসাবে জনকল্যাণে কাজ করার চেষ্টা করেছি,বিভিন্ন রাস্তাঘাট, কালভাট, উপহার দিয়েছি,অনেক প্রকল্পের উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে,আবার কিছু প্রকিয়াধীন রয়েছে। এসব কর্মকান্ড বাস্তবায়ন হলে ইউনিয়ন হবে দৃশ্যমান ও আধুনিক। তিনি আগামী মঠবাড়ী কে মডেলও দৃশ্যমান ইউনিয়ন গঠনে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আবারো চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
চিকনা মনোহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সারওয়ার জামান বিএসসির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- ত্রিশাল উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান সোহেল। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের হিসাব রক্ষক আব্দুর রাজ্জাক,বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত পেটি অফিসার ছাব্বির উদ্দিন,অলহরি জয়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শের আলী, ব্যবসায়ী দেলোয়ার হোসেন দুলাল,৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ফখরুল ইসলাম,মর্ণিং সান সুয়েটার গাজীপুর এর চেয়ারম্যান এসএম শাহজাহান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান. কুতুব উদ্দিন তরফদার (লাল মিয়া), নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা উসমান গণি আকন্দ, হুমায়ুন কবির, সমাজ সেবক জামাল উদ্দিন কারী, মজিবর রহমান চান মন্ডল, নজরুল ইসলাম মন্ডল, আতাউর রহমান, উমর ফারুক, খাইরুল ইসলাম, খন্দকার আব্দুর রউফ, জয়নাল আবেদীন মন্ডল, হাবিবুর রহমান হবি, সিদ্দিকুর রহমান, হাতেম আলী, শহিদুল ইসলাম খোকা, আবুল কালাম, নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মাসুদ রানা, ফয়জুল হক, হেলাল মিয়া, সেলিম মিয়া, আবুল কালাম, আবু তাহের, আব্দুল মোতালেব, তাজুল ইসলাম, হায়দার আলীসহ স্থানীয় রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন স্তরেরগণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলায় বিজয়ী দলকে একটি খাসি এবং রানার্স আপ দল কে একটি এল-ই-ডি টেলিভিশন পুরস্কার হিসেবে তুলে দেন অতিথিবৃন্দ