ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৭:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপির লড়াই মাঠে নেই কোন স্বতন্ত্র প্রার্থী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 8, 2021 - 10:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 177 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে আগামী ৩০ জানুয়ারী আওয়ামী-লীগ বনাম বিএনপির লড়াই হবে মাঠে নেই কোন স্বতন্ত্র প্রার্থী। এর আগে পৌর আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান (শহীদ) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও শুক্রবার (০৮ জানুয়ারি) আওয়ামী- লীগ সমর্থিত ও বর্তমান মেয়র সালমা আক্তার কে সমর্থন দিয়ে মিষ্টিমূখ করেছেন বলে জানাগেছে।

মির্জাপুরে প্রথম শ্রেণির পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী-লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)) দলীয় প্রার্থী বাছাই করা হয়েছে। নৌকা প্রতীকে লড়বেন বর্তমান মেয়র সালমা আক্তার ও ধানের শীষ প্রতীকে লড়বেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি.এম শফিকুল ইসলাম (ফরিদ)।

দলীয় সুত্র জানায়, আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আ.লীগের (০৬) জন প্রার্থী দলের কাছে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, বর্তমান মেয়র সালমা আক্তার, সাবেক মেয়র ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মণি, উপজেলা আওয়ামী-লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল ইসলাম (শিপলু), পৌর আ.লীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছু, পৌর আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান শহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন।

এদের মধ্য থেকে দলীয়ভাবে মনোনয়ন পেয়েছেন প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের সহধর্মিণী ও বর্তমান মেয়র সালমা আক্তার (শিমুল) কে। বিএনপিতে একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি.এম. শফিকুল ইসলাম ফরিদ। জাতীয় পার্টির হয়ে শুরুর দিক থেকে আশরাফ আহমেদ নামে প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেও বর্তমানে জাতীয় পার্টি থেকে প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেনি।

গত ৩০ ও ৩১ ডিসেম্বর সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার উম্মে তানিয়ার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন ০৩ মেয়র প্রার্থী। আগামী ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে বলে নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।

মির্জাপুর উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, এবার নির্বাচনে মোট ০৯ ওয়ার্ড থেকে ৩০ জন পুরুষ ও সংরক্ষিত ০৩ আসনে ১১ জন নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দিতা করবেন। আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে মির্জাপুর পৌরসভার ভোটগ্রহণ মোট ১০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মির্জাপুর পৌরসভায় সর্বমোট এবার ভোটার সংখ্যা ২১,৬৬৯ জন। এরমধ্যে পুরুষ ১০২০৪ জন এবং নারী ১১৪৬৫ জন ভোটার রয়েছে।