ঘানায় ফের প্রেসিডেন্ট হলেন নানা আকুফো-অ্যাডো
পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে পুনর্নির্বাচিত হলেন নানা আকুফো-অ্যাডো। গত সোমবারের ওই নির্বাচনে আকুফো-অ্যাডো ৫১ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেশটির সাবেক প্রেসিডেন্ট জন মাহামা ৪৭ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন। দেশটির নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক ফলাফলে এ তথ্য জানানো হয়।
আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হলেও পরাজয় স্বীকার করেননি মাহামা। এবার নিয়ে এ দুই রাজনীতিবিদ টানা তৃতীয়বারের মতো পরস্পরের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচন করলেন।
আফ্রিকার মধ্যে অন্যতম টেকসই গণতন্ত্রের দেশ হিসেবে ঘানার সুনাম রয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় মেয়াদে নানা আকুফো-অ্যাডোর আনুষ্ঠানিক জয়ের খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে আনন্দ উদ্যাপন শুরু করেন তাঁর সমর্থকেরা।
প্রেসিডেন্ট হিসেবে আকুফো-অ্যাডোকে বেকারত্বের চাপ ও দেশের অর্থনীতিকে জোরদার করার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। করোনাভাইরাস মহামারিতে দেশটির অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়েছে।
এর আগে পুলিশ জানায়, ঘানায় গত সোমবারের নির্বাচনে ২১টি নির্বাচনসংক্রান্ত সহিংসতার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন।
১৯৯২ সালে দেশটির সংবিধান পরিবর্তনের পর এটি ছিল দেশটির অষ্টম প্রেসিডেন্ট নির্বাচন।
এর আগে ২০১৭ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন মাহামা। পরে তাঁর স্থলাভিষিক্ত হন আকুফো-অ্যাডো। তাঁদের মধ্যেকার ভোটের ব্যবধান ছিল সামান্য।
নির্বাচনের আগে করোনা মহামারির কারণে দেশটিতে রাজনৈতিক শোভাযাত্রা বাতিল করা হয়। এর পরিবর্তে আকুফো-অ্যাডোর নিউ প্যাট্রিয়টিক পার্টি ও মাহামার ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস সামাজিক যোগাযোগের মাধ্যম, রেডিও, টেলিভিশনে লড়াই চালায়। তবে নির্বাচনের ঠিক আগের দিনগুলোয় আবার রাজনীতিবিদেরা গণজমায়েত করেন। এতে দেশটিতে করোনাভাইরাস বাড়ার আশঙ্কা করা হচ্ছে।