ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আন্তর্জাতিক জেনোসাইড ও প্রতিরোধ দিবসে জাতিসংঘের সামনে র‍্যালি ৯ই ডিসেম্বর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 9, 2024 - 4:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ আন্তর্জাতিক জেনোসাইড ও প্রতিরোধ দিবস!পালন উপলক্ষে সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪,জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক জেনোসাইড ও প্রতিরোধ দিবস। ঐতিহাসিক এই দিবসটি পালনে জেনোসাইডে ভিকটিমদের স্মরণে জেনোসাইড ’৭১ ফাউণ্ডেশন ২ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচী গ্রহন করবে ।খবর বাপসনিউজ ।

কর্মসূচীর মাঝে
ক-১) ৮ই ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় পালন করা হয়েছে ।গণহত্যায় নিহতদের স্বরণে ম
মোনের আলো প্রজ্জলন।
২) সন্ধ্যা ৭টায় জহির রায়হানের ‘STOP GENOCIDE’ প্রমান্য
চলচিএ
প্রদর্শন ।
৩) সন্ধ্যা ৭ টায় জ্যাকসন হাইষ্ট্স্ “আন্তর্জাতিক গণহত্যা
দিবসের তাৎপর্য ও “2024 সালে আইসিটিতে গণহত্যার না
নামে প্রতারণামূলকভাবে দায়ের করা সমস্ত মামলা যা
গণহত্যা হিসাবে
স্বীকৃত নয়” শীর্ষক সেমিনার ও আলোচনা।
স্থান- মামুন টিউটোরিয়্যাল, 72 Street, Jackson
Heights, N.Y.

খ-১) ৯ই ডিসেম্বর, বিকাল ৩টায় “জেনোসাইড প্রতিরোধে বিশ্ব
জনমত গঠন এবং 2024 সালে আইসিটিতে
প্রতারণামূলকভাবে
গণহত‍্যার নামে দায়ের করা সমস্ত মামলা যা গণহত্যা
হিসাবে স্বীকৃত
নয়, তা প্রত্যাহারের দাবিতে” নিউইয়র্ক জাতিসংঘ সদর
দফতরের সামনে বিক্ষোভ সমাবশ।
২) বাংলাদেশ সরকার বরাবর স্বারকলিপি প্রদান।
৩) জাতিসংঘের সেক্রেটারী জেনারেল বরাবর স্বারকলিপি
প্রদান।
স্থানঃ জাতিসংঘ সদর দপ্তরের সামনে,
1st Avenue betn. E42 Street and E43 Street,
Manhattan.

দিবসটির বিভিন্ন কর্মসূচীতে সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।
আয়োজনে: জেনোসাইড ’৭১ ফাউণ্ডেশন, যুক্তরাষ্ট্র।