নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন ম্যাখোঁ
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের অনাস্থা ভোটে হেরে যাওয়ায় দেশটির সরকার ভেঙে পড়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বার্নিয়েরকে নিয়োগ দেওয়ার মাত্র তিন মাস পর তাকে এই পদ থেকে সরে যেতে হচ্ছে। এদিকে ম্যাখোঁ নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন।
আগামী দিনগুলোতে তিনি নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন।
তবে ঠিক কবে নাগাদ ঘোষণা করবেন তা স্পষ্ট নয়। তবে বিরোধীদলের চাপ সত্ত্বেও তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন ম্যাখোঁ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ১০ মিনিটের ভাষণে ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, বিরোধীদলের চাপ সত্ত্বেও তিনি পদত্যাগ করবেন না এবং ২০২৭ সাল পর্যন্ত মেয়াদ অনুযায়ী ক্ষমতায় থাকবেন।
ফরাসি সংবিধান অনুযায়ী কিছুদিন আগেই সংসদ নির্বাচন হয়ে যাওয়ায় শিগগির নতুন নির্বাচন আয়োজন সম্ভব না বলে জানান তিনি।
তার জন্য অন্তত জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া দেশ পরিচালনাও সম্ভব না। তাই শিগগির প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।
তিনি প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়েকে ধন্যবাদ জানান ভাষণে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের ইতিহাসে সংসদে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯৬২ সালে। কয়েক দশক পরে দেশটিতে ফের এই পরিস্থিতি তৈরি হলো। ফলে দেশটিতে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা আরো বেড়ে গেল।
স্থানীয় সময় গত বুধবার দেশটির সংসদের নিম্নকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বার্নিয়েরকে ক্ষমতাচ্যুত করার প্রস্তাবটি পাস করতে ২৮৮ ভোটের প্রয়োজন ছিল।
কিন্তু ৩৩১ জন সংসদ সদস্য বার্নিয়েরের বিষয়ে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন। ফলে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের অনাস্থা ভোটে হেরে যান।
মিশেল বার্নিয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, দেশটির সামাজিক নিরাপত্তা বাজেট নিয়ে বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছিলেন বার্নিয়ে। বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক অচলাবস্থা চলছিল ফ্রান্সে। দেশের পরবর্তী জাতীয় বাজেট পাস করানো নিয়ে অচলাবস্থা আরো বাড়ে। একপর্যায়ে বিরোধীদলীয় আইনপ্রণেতারা বার্নিয়ের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলেন।
সূত্র : বিবিসি