ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৭:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

অসহায় দুঃস্থ পরিবারদের পাশে ওসমান কবির রাসেল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 9, 2021 - 1:55 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 76 বার

সুমন পল্লব, হাটহাজারী, চট্টগ্রাম : হাটহাজারী পৌরসদর এলাকায় শতাধিক অসহায় দুঃস্ত পরিবারদের মাঝে কম্বল বিতরণ করেন আলীপুর রহমানীয়া স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি”র সভাপতি ও তরুন আওয়ামী লীগের নেতা ওসমান কবির রাসেল।

বৃহস্পতিবার রাতে বাসষ্টেষন নিজস্ব কার্য্যালয়ে উক্ত কম্বল বিতরণ করা হয়। এই সময় রাসেল বলেন,আমার জন্মদিনে অসহায় দুঃস্ত পরিবারদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধণ্য মনে করছি।আমি প্রতিবছর চেস্টা করি ভাগ্যবিড়ম্বিত মানুষের জন্য সামর্থ্য অনুযায়ী কিছু করার।তাই আজকে শতাধীক পরিবারকে কম্বল প্রদান করেছি।

এ সময় উপস্থিত ছিলেন পৌর সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃনাছির,পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃশাহেদ,পৌর আওয়ামী লীগের নেতা আবু তাহের,উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মামুন,মোঃরবি,মোঃসাজাদ,আরিফ রকি,মিনহাজ,রাসেল প্রমুখ।