ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৭:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আশাশুনির শ্রীউলায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 9, 2021 - 7:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 55 বার

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি : আশাশুনির শ্রীউলায় মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ জানুয়ারী) বিকালে নাকতাড়া প্রাইমারি স্কুল প্রাঙ্গনে এ শ্রীউলা ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি এবি এম ডি মোস্তাকিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি থানার অফিসার্স ইনচার্জ গোলাম কবির, ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী।

এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযেদ্ধা, শিক্ষক,ইউপি সদস্যবৃন্দসহ এলাকার হাজার হাজার জনগন।

বক্তারা মাদক ও সন্ত্রাস থেকে সন্তানদের দুরে রাখতে অভিভাবকদের আরও যত্নবান হতে বলেন। মেয়েদের বাল্য বিবাহের অভিশাপ থেকে মুক্ত করে তাদের লেখাপড়া শিখিয়ে সাবলম্বী করে তুলতে এবং যৌতুক প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়ে সমাজ থেকে এ কুপ্রথা উৎখাত করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।