ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৪ - ৭:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুড়িগ্রাম এর ভূরুঙ্গামারীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা আহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 9, 2021 - 11:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 63 বার

আরিফুল ইসলাম জয় স্টাফ রিপোর্টার ঃঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতের শিকার হয়েছেন এক মা। গুরুতর আহত ওই মায়ের নাম রাশেদা বেগম।

শনিবার বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ওয়াবদার পাড় ( পাইকেরছড়া ১ নং ওয়ার্ড) এলাকার মৃত ছুমির সরকারের ছেলে হুমায়ূন (২৮) তার মাকে ছুরিকাঘাত করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত হুমায়ুন নেশার টাকা না পেয়ে জমি বিক্রি করতে চান। এতে তার ছোট ভাই আকতার জমি বিক্রি করতে বাধা দেন। পরে হুমায়ুন ক্ষিপ্ত হয়ে তার ছোট ভাইকে ছুরি মারতে যান। এ সময় আকতার দৌড়ে পালিয়ে গেলে সামনে থাকা মাকেই ছুরি দিয়ে আঘাত করেন হুমায়ুন।

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোঃ খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার সাদ্দাম হোসেন জানান, ছুরিকাঘাতের শিকার রাশেদা বেগমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপার ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য হুমায়ুনকে অসস্ত্রসহ থানায় আনা হয়েছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।