ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৯:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ‘নুরু’ গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 10, 2021 - 12:33 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 88 বার

চট্টগ্রাম : নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নুরে আলম ওরফে ডন নুরুকে গত শুক্রবার রাতে নোয়াখালী বেগমগঞ্জ থেকে সহযোগী কাউসারসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। নুরু আকবরশাহ পূর্ব ফিরোজশাহ এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সরকারি জায়গা ও পাহাড় দখল, কাঠপাচার, অস্ত্রবাজি, পুলিশের ওপর হামলাসহ অন্তত ২৮টি মামলা রয়েছে বলে জানান নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান।

আকবর শাহ থানার ওসি জহির উদ্দিন জানান,বিভিন্ন অপরাধে নুরুর বিরুদ্ধে আকবরশাহ ও খুলশী থানায় দায়ের হওয়া ২৮টি মামলার মধ্যে অস্ত্র আইনের একটি মামলায় ২০১৯ সালের ১৭ আগস্ট তার বিরুদ্ধে ১৭ বছর সাজার আদেশ হলেও সেই সাজা পরোয়ানা থানার নথিতে নেই।

চট্টগ্রাম মহানগর পিপি মোহাম্মদ ফখরুদ্দিন বলেন, যে আদালত তাকে সাজা দিয়েছে সেই আদালত থেকে সাজা পরোয়ানা দন্ডিত আসামি যে থানা এলাকায় থাকেন ওই থানায় যাবে পরোয়ানা। অথচ থানা বলছে নুরুর ১৭ বছরের সাজা সংক্রান্ত পরোয়ানা তাদের কাছে নেই। বিষয়টি বিস্ময়কর। এটি তদন্ত হওয়া উচিত। মামলার রায়ের আদেশে কুমিল্লার চৌদ্দগ্রাম জেলার গুনবতী থানার চাঁপাচো হাজি বাড়ির তনু মিয়া ভান্ডারির ছেলে নুর আলম প্রকাশ নুরু বর্তমানে নগরীর আকবরশাহ থানার পুর্ব ফিরোজশাহ ১ নম্বর ঝিল এলাকায় থাকেন।

তাকে অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯ এ ধারায় দশ বছর সশ্রম ও ১৯ (এফ) ধারায় সাত বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করার কথা উল্লেখ আছে।পলাতক আসামি নুরু যে দিন আদালতে হাজির হবেন কিংবা পুলিশের হাতে ধরা পড়বেন সেদিন থেকে তার সাজার মেয়াদ গণনা করা হবে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা ইস্যু করা হোক মর্মে আদেশে বলা আছে।