ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৭:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চারঘাট শিশিতলা বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 10, 2021 - 4:20 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 75 বার

লিয়াকত হোসেন রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর চারঘাট বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই উপজেলার দুইটি গ্রামের মধ্যে সংঘর্ষে রেজাউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রেজাউল ইসলাম (৫৫) উপজেলার শিবপুর গ্রামের মৃত হালিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন বলে জানা গেছে। উক্ত ঘটনায় সন্দেহমূলক ভাবে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এলাকাবাসীর ভাষ্যমতে জানা যায়, চারঘাট উপজেলার শিবপুর ও পুঠিয়া উপজেলার দিঘলকান্দি গ্রামের মধ্যে হলিদাগাছী শিশিতলা বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার দিনগত রাত আটটার দিকে দুইটি গ্রামের মধ্যে কয়েকজনরে মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

সংবাদ পেয়ে চারঘাট মডেল থানা ও পুঠিয়া থানা পুলিশ তাৎক্ষনিকভাবে নিয়ন্ত্রণ করে। ঐ ঘটনার জের ধরে শনিবার সকালে পুঠিয়া উপজেলার দিগলকান্দি গ্রামের লোকজন মাইকিং করে গ্রামবাসিকে সংঘবদ্ধ করে নিয়ে শিশিতলা নামক বাজারে উঠে দখল করার চেষ্ঠা করে। অপরদিকে শিবপুর গ্রামের লোকজন ও সংঘবদ্ধ হয়ে একই কৌশল অবলম্বন করে অবস্থান নেন।

ঘটনার সংবাদ শুনে চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম, চারঘাট মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, পুঠিয়া থানার ইন্সপ্টের তদন্ত খালেদুল রহমান, বানেশ্বর ইউপি চেয়ারম্যান গাজী সুলতান, বেলপুকুর ইউপি সাবেক চেয়ারম্যান মুকুলসহ দুটি গ্রামের ৩০ জন বিষয়টি মিমাংসার জন্য সালিশে বসেন।

এসময় দিঘলকান্দি গ্রামের হাশেম মোল্লা ও মবার হুকুমে রিপন, শাহিন, আতাউর, সবুজ ও আবু সামা দুই যুবক দেশীয় অস্ত্রসহ শিবপুর গ্রামের লোকজনের উপর হামলা চালায় তা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে

একজন পুলিশ ও ইউপি সদস্য, শিবপুর গ্রামের রেজাউলসহ ৬ জন আহত হয়। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত রেজাউলকে মৃত ঘোষনা করেন।

এছাড়া আহতরা হলেন- তেকাতের ছেলে কালাম (৬০), বাদলের ছেলে আজাদ (৫৫) ও সালাম (৫০), রিপন (৩৫), পুলিশ সদস্য আপেল (৩৩)। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।

এইদিকে ঘটনার খবর পেয়ে চারঘাট ইউএনও সৈয়দা সামিরা,পুঠিয়া ইউএনও নুরুল হাই মোহাম্মদ আনাজ,চারঘাট সার্কেল সিনিয়র এএসপি নুরে আলম সিদ্দিকী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এরিপোট লেখা পর্ষন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১২ জনকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ওসি আরও বলেন,উক্ত ঘটনায় এখন পর্ষন্ত কোন মামলা হয়নি।