ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৭:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আসন্ন কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকের নির্বাচনী জনসভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 10, 2021 - 4:18 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 82 বার

মোঃ চাঁদ আলী কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়া পৌর১৬ নং ওয়ার্ড বাড়াদী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আসন্ন কুষ্টিয়া পৌরসভার নির্বাচনী জনসভায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ার আলীর নৌকা প্রতিকের নির্বাচনী জনসভা। আজ শনিবার সন্ধ্যা ৭ টায় বাড়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতিকের নির্বাচনী সভা আয়োজন করা হয়। উক্ত নির্বাচনী জনসভায় ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত থেকে নৌকা প্রতিকের মিছিল নিয়ে দলে দলে যোগ দেন।

উক্ত জনসভায় সভাপতিত্ত করেন বিশ্বনাথ সাহা বিশু, নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ও কুষ্টিয়া পৌর নগর পিতা আনোয়ার আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তি যোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা আতাউর রহমান আতা,সদর উপজেলার সাধারন সম্পাদক রেজাউল হক,জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুতি বিষয়ক সম্পাদক মমিজুর রহমান মমিজ,জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা এ্যাডঃ শিলা রানী বসু, জোলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক,১৯নং ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সহ সকল নেতৃবৃন্দ। কুষ্টিয়া পৌরসভা উন্নয়নের জন্য আনোয়ার আলীর বিকল্প নাই। তাই নগর পিতা আনোয়ার আলীকে নৌকা প্রতিকে ভোট দিয়ে মেয়র পদে পুনরায় জয়যুক্ত করুন। উক্ত নির্বাচনী জনসভা পরিচালনা করেন ইনামুল হক শিপুল।