ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৭:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় ভূমিহীন-গৃহহীনদের জন্য নির্মিত বসতঘর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 10, 2021 - 10:24 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 54 বার

ইসমাঈল হোসেন,রাঙ্গুনিয়া: আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার ” এই প্রতিপাদ্যে দেশের অন্যান্য স্থানের ন্যায় রাঙ্গুনিয়াতেও ভূমিহীন ও গৃহহীনদের জন‍্য নির্মিত হচ্ছে বসতঘর। ইতিমধ্যেই বেশকিছু বসতঘর সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে বাসযোগ্য হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে এসব বসতঘর দেওয়া হবে উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের।

আগামী ২০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে রাঙ্গুনিয়ার সাথে সংযুক্ত হয়ে দৃষ্টিনন্দন এসব বসতঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

তিনি বলেন, ‘আগামী ২০ জানুয়ারি শুভ উদ্বোধনের জন‍্য রাঙ্গুনিয়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন‍্য নির্মিত মাননীয় প্রধানমন্ত্রীর উপহার প্রস্তুত হচ্ছে। এদিন তিনি অনলাইনে সংযুক্ত হয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই লক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।’