ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৭:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মেসি-গ্রিজম্যানের জোড়া গোলে ছন্দে ফিরল বার্সা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 10, 2021 - 1:54 pm
  • পঠিত হয়েছে: 79 বার

নবোদয় ডেস্ক : হুয়েস্কা, অ্যাথলেটিক বিলবাওয়ের পর এবার গ্রানাডার বিপক্ষে বার্সেলোনার জয়ও অব্যাহত। তবে, শনিবার রাতে গ্রানাডার বিপক্ষে জয়টা ছিল যেন বার্সার প্রকৃত ছন্দে ফেরার একটি বড় উপলক্ষ।

লিওনেল মেসি জোড়া গোল করেছেন। জোড়া গোল করেছেন আন্তোনিও গ্রিজম্যানও। তাতেই স্বাগতিক গ্রানাডাকে ৪-০ গোলে হারিয়েছে মেসির বার্সেলোনা।

স্প্যানিশ লা লিগায় এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে বার্সা। শুধু তাই নয়, রীতিমত রিয়ালের ঘাড়ে নিঃশ্বাসও ফেলতে শুরু করেছে। ১৮ ম্যাচে বার্সার পয়েন্ট এখন ৩৪।

সমান সংখ্যক ম্যাচে রিয়ালের পয়েন্ট ৩৭। তিন ম্যাচ কম খেলা (১৫ ম্যাচে) অ্যাটলেটিকো মাদ্রিদ ৩৮ পয়েন্ট নিয়ে রয়েছে সবার ওপরে।

সর্বশেষ ৯ ম্যাচে গোলের পাচ্ছিলেন না ফরাসি তারকা আন্তোনিও গ্রিজম্যান। অবশেষে ৯ ম্যাচ পর গোলের দেখা পেলেন তিনি। ম্যাচের ১২ মিনিটেই গ্রিজম্যানের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। কর্নার কিক থেকে ভেসে আসা বল দ্রুত বক্সের ভেতরে ঢুকে গিয়ে বাম পায়ের শটে জালে জড়িয়ে দেন গ্রিজি।

এর আগেই অবশ্য গোল হজম করতে বসেছিল বার্সেলোনা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গ্রানাডার প্রবল আক্রমণ থেকে বার্সাকে রক্ষা করেন গোলরক্ষক মার্ক অ্যান্ডার টের স্টেগান।

ম্যাচের ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। গ্রিজম্যানের কাছ থেকে বল পেয়ে বাম পায়ের শটে গ্রানাডার জালে বল জড়ান বার্সা অধিনায়ক।

৪২ মিনিটে তৃতীয় গোলটিও আসে মেসির পা থেকে। এটি তার দ্বিতীয় গোল। বাম পায়ের দুর্দান্ত ফ্রি-কিক নেন মেসি। যেটি গ্রানাডার গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় স্বাগতিকদের জালে। ৬৩ মিনিটে দলের হয়ে চতুর্থ এ নিজের দ্বিতীয় গোল করেন আন্তোনিও গ্রিজম্যান।