শিশু ধর্ষণ: গ্রেপ্তার যুবক
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত লেগুনা চালক রাকিব (২২) নামের ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ১১ টার দিকে ভূইগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিরবার রাতে ধর্ষণ শিকার মেয়েটি অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটি এখন হাসপাতালে ভর্তি রয়েছে।
গ্রেপ্তারকৃত মো. রাকিব (২২) ফতুল্লার ভূইগড় এলাকার মোশারফ হোসেনের ছেলে।
ফতুল্লা মডেল থানার উপ পরির্দশক জাকির হোসেন মাসুদ জানান, ফতুল্লার ভূইগড় এলাকার ১০ বছর বয়সী ওই শিশুটির শনিবার রাতে ১০টার দিকে টয়লেটে যাওয়ার সময় প্রতিবেশী যুবক রাকিব তাকে ধর্ষণ করে অচেতন করে ফেলে পালিয়ে যায়। এরপর থেকে থেকে সে পলাতক ছিলো। রোববার শিশুটির বাবা থানায় অভিযোগ করে পরে পুলিশ অভিযান করে তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে থানায় মামলা রুজ হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক আসাদুজ্জামান জানান, ‘শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণে হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।