ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৯:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কবিতা “স্বপ্নিল অনুভূতি”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 11, 2021 - 10:45 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 90 বার

রাজলক্ষ্মী মৌসুমী৷৷   ( বাংলাদেশ)

কনকনে শীতের মৌসুমে,
ঘন কুয়াশার চাদরে গা এলিয়ে ভাবছিলাম,
শীতের পরশে নিবিড় ভালোবাসার অনুভবটুকু
অস্থিরতার মনোরথে আমার হৃদয় কম্পিত।
অনুভূতির  যন্ত্রটাও যেনো রাতজাগা পাখী।
কাব্যের প্রাঙ্গনে  তোমার প্রেমের আহ্বানে আমি বিমোহিত,জানিনা কোন ছলে,কোন যাদু বলে
বশ করেছো আমায়।
সূদুর ওই  গোধূলির   অস্তমিত লগনে  প্রাণের স্পন্দন বক্ষে  যেনো  সঞ্চারিত  হলো  পুলকিত  প্রেমউল্লাস।
কী জানি কী দিলে মোহের টানে, প্রেমের বলিতে।
আবেগের  প্রাণে আমি যে এখন অষ্টাদশী।
একরাশ আশায় মুক্ত বিহঙ্গের মত ডানা মেলে উড়ে
যাবো তোমার সান্নিধ্যে।
সুপ্ত এ ভালোবাসার এমনিতর সোহাগে মন বসন্তের
দোলায় দোলায়িত করেছো আমার হৃদ কমল।
আমি তখনি কাব্যমালায়  খুঁজে  পেলাম
তোমার সমস্ত উজাড়  করা  ভালোবাসার রশ্মি।।