লাইফ সাপোর্টে সাংবাদিক মিজানুর রহমান খান
মোঃ নাসির, বিশেষ প্রতিনিধিঃ দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান লাইফ সাপোর্টে আছেন। রবিবার (১০ জানুয়ারি) রাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ’র সাধারণ সম্পাদক এবং তার ভাই মসিউর রহমান খান জানান, শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় মিজানুর রহমান খানকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে।
গত ডিসেম্বর মাসে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর থেকেই রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) চিকিৎসাধীন আছেন।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘শনিবার আমরা তাকে ভেন্টিলেটর দিতে বাধ্য হয়েছি। কারণ, উনি প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন আছেন। উনার এখন পোস্ট কোভিড কমপ্লিকেশন দেখা দিয়েছে। তাতে উনার রেস্পায়রেটরি মাসেলসগুলোর শক্তি কমে গেছে। ফলে যে পরিমাণ গতি প্রয়োজন তিনি সেটা দিতে পারছেন না। রেস্পায়রেটরি ড্রাইভ ঠিক না থাকলে শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এ কারণে ভেন্টিলেটর দেওয়া ছাড়া উপায় থাকে না। শনিবার থেকে তিনি ভেন্টিলেটরে আছেন এবং স্থিতিশীল আছেন।’