ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১২:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক নিহত! আহত ২

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 11, 2021 - 9:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

এম,নোমান চৌধুরী চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি ঃঃ রিক্সা ও ট্রলির মুখোমুখি সংর্ঘষে মো. এরশাদ আলী (৫২) নামের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় ফাতেমা (৩০) ও মনির (৩৫) নামের আরও দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) দুপুর ১টার দিকে ভোলা চরফ্যাশন উপজেলার কাশেমগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত এরশাদ আলী চরফ্যাশন উপজেলার পূর্ব হাজারিগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জিন্নাগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ মাদ্রাজ গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে। দৈনিক আমাদের বরিশাল পত্রিকার বিশেষ প্রতিনিধি ও ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান সোহেলের বাবা এরশাদ আলী।

পুলিশ ও স্থানীয়রা জানান, এরশাদ আলীসহ ফাতেমা ও মনির একটি অটোরিক্সায় চরফ্যাশন থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। অটোরিকশাটি কাশেমগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী মালবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশায় থাকা তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেয়ার পথে এরশাদ আলীর মৃত্যু হয়। আহত ফাতেমা ও মনিরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।