ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১০:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কবিতা – ★ জন্মতিথি ★

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 11, 2021 - 11:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 71 বার

……..মনিরা ইসলাম
….তাংঃ১০/০১/২০২১
——————————————-
যামিনী জানত না কৃষ্ণপক্ষ কি আর শুক্লপক্ষ কি
যামিনীর বয়স তখন দশ
হটাৎ একদিন যামিনী ঘুম ভেঙে নিজেকে
স্টেশনের প্লাটফর্মে আবিষ্কার করলো।
ভয়ে কুঁকড়ে যায়,
চারপাশের সবাই অপরিচিত।

এখন যামিনীর বয়স উনিশ
চোখে মুখে অবিশ্বাসের ছাপ।
ভোর ছয়টা, কুয়াশার চাদরে ঢেকে আছে প্লাটফর্ম।
যামিনী শীতে জুবুথুবু
আমি পাশে গিয়ে দাঁড়াতেই
নিজেকে গুটিয়ে নিল।

পাশে এক ভদ্রমহিলা খিস্তি করে বললো
এই বেশ্যার পাশে কেউ বসে নাকি!
অবাক হলাম ভদ্রবেশী লেবাস দেখে।
যামিনী হঠাৎ বলে ফেললো
ভদ্রলোক দেখলে ঘেন্না করে।
চোখে মুখে সেকি ঘৃনা।

হঠাৎ যামিনী প্রশ্ন করে কৃষ্ণপক্ষ কি?
কৃষ্ণ তিথিতে জন্ম নিলে কি বাবা, মা
রাতের আঁধারে প্লাটফর্মে রেখে যায়?
জন্মে কি আমার হাত ছিল?
কোন উত্তর দিতে পারলাম না।

যামিনী আরও বলল বাবা, মা নিয়ে কোন প্রশ্ন নয়
ওর দু-চোখের দিকে তাকাতে পারলাম না
এতো ঘৃনা আমি কারো চোখে দেখিনি।
বিরবির করে বলল নয় বছর
শকুনের মতো ভদ্রলোকেরা
ছিড়ে ছিড়ে খাচ্ছে এই শরীর।

কৃষ্ণপক্ষে জন্ম নেওয়ার অভিশাপ
দিনের আলোয় বেশ্যা।
রাতের আঁধারে মধুমঞ্জুরি।
শালা শুয়োরের বাচ্চা ভদ্রলোক
আমি ওর খিস্তি করা মুখের দিকে তাকিয়ে আছি।
কি নিষ্পাপ ওর মুখ!

সত্যি আমারও জানতে ইচ্ছে করে
কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ কি?
আর জন্মে ওর কতটা হাত!
সত্যিই কি কৃষ্ণপক্ষে জন্ম নিলে
আজন্ম অভিশাপ?
——————————————-