প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশব্যাপী শিক্ষাসহ সকল সেক্টরে উন্নয়ন কর্মকান্ড চলছে- ফজলে রাব্বী
আরিফ রববানী,ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়নের কালির বাজার স্কুল এন্ড কলেজের শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে কলেজটিতে আরো অধিক শিক্ষার্থীর আসন নিশ্চিত করণে নতুন ভবন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।১১ই জানুয়ারী সকালে কালির বাজার স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, প্রবীণ আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বী এই ভবন নির্মান কাজ উদ্ভোধন করেন।
এসময় আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বী বলেন, জাতির জনকের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে তারই সুযোগ্য কন্যা বিশ্বসেরা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী শিক্ষা বিভাগসহ সকল সেক্টরে উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে। কালীর বাজার এলাকা কাঠাল ইউনিয়নের মাঝে শিক্ষা নগরী হিসাবে পরিচিত। তাই দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ত্রিশালের উন্নয়নের রুপকার সফল সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন মাদানির সার্বিক সহযোগিতায় কালির বাজার এলাকার এই গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নয়নের মাধ্যমে সৌন্দর্যবর্ধনের সাথে সাথে শিক্ষার্থীদের পর্যাপ্ত আসন ও উন্নত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করণে কলেজের উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে।
তিনি আরো বলেন, রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, ফুটপাত নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যস্থাপনার পাশাপাশি ত্রিশাল উপজেলাকে আধুনিকয়ন করার প্রকল্পের কাজ চলমান রয়েছে। বক্তব্যে তিনি – সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্থতা ও সুস্বাস্থ্যের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
এসময় কালীর বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আতিকুল ইসলাম,কাঠাল ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান হেলাল দেওয়ান, আওয়ামী লীগ নেতা শরীফ খানসহ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক,প্রভাষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গগণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।