ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ট্রাম্প সবচেয়ে বাজে প্রেসিডেন্ট ক্যালিফোর্নিয়ার প্রাক্তন গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 12, 2021 - 5:53 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 135 বার

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ সম্প্রতি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন চলার সময় যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে (ক্যাপিটল বিল্ডিং) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের নজিরবিহীন তাণ্ডবের ঘটনায় নিন্দা জানিয়েছেন অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার প্রাক্তন গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প একজন ব্যর্থ নেতা।

১০ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা এক ভিডিওতে ট্রাম্প সমর্থকদের আক্রমণকে আর্নল্ড শোয়ার্জনেগার ‘নাইট অফ ব্রোকেন গ্লাস’ এর সাথে তুলনা করেছেন। ১৯৩৮ সালে নাৎসিরা জার্মানি এবং অস্ট্রিয়াতে ইহুদিদের মালিকানাধীন বাড়ি, স্কুল, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে জানালা ভেঙ্গে দিয়েছিল। সেই রাতকে ‘নাইট অফ ব্রোকেন গ্লাস’ বলা হয়।

ভিডিওতে অভিনেতা আরও বলেন, ‘মানুষকে মিথ্যা বলে ভুল পথে পরিচালিত করছেন ট্রাম্প।’

আর্নল্ড শোয়ার্জনেগারের মতে ট্রাম্প একজন ব্যর্থ নেতা এবং সবচেয়ে বাজে প্রেসিডেন্ট। শিগগির তার পতন হবে ।