ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সিলেটের গোয়াইনঘাটে পুকুরে ভেসে উঠল এক রেস্টুরেন্টের কর্মচারীর লাশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 13, 2021 - 10:46 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 114 বার

এইচ.কে.শরীফ সালেহীন,সিলেট ::সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর বাজার জামে মসজিদের পুকুরে ভেসে উঠল এক অজ্ঞাত ব্যক্তির লাশ।

১৩ জানুয়ারি বুধবার ফজর নামাজ শেষে মুসল্লিরা পুকুরে দেখতে পান লাশটি ভেসে আছে।ছেলেটির নাম নুরুল আমিন( ১৮) পিতা মঈন উদ্দিন ডৌবাড়ী ইউনিয়নের বরইতলা।

আত্মীয় স্বজনের নিকট থেকে জানা যায় ছেলেটি ফতেপুর বাজার আলমদীনা রেস্টুরেন্টে কাজ করতো।হোটেল মালিক আমির উদ্দিনের নিকট থেকে জানা যায় গত সোমবারে আনুমানিক সকাল ১০ঘটিকায় ছেলেটি তার জামা ও সাবান কেস নিয়ে গোসলে যায়।দীর্ঘক্ষণ পরেও ছেলেটি হোটেলে ফিরে না যাওয়ায় তিনি তার খোঁজে আসেন। তিনি এসে সাবান কেস এ পেন্ট দেখতে পান।

পরে তিনি বাড়িতে খবর দেন। আত্মীয় স্বজনরা বিগত তিন যাবত খোঁজা খোঁজি করছেন। ফজরের নামাজের পর মসল্লিগণ নামাজ পড়ে বাহির হয়ে দেখতে পান লাশ ভেসে

এবিষয়ে কথা বলেন ৬ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী তিনি বলেন গোয়াইনঘাট থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ এসে লাশটি উদ্ধার করবে ।