ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৯:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

শৈলকুপায় ট্রাক-নসিমন সংঘর্ষে নিহত ৬

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 13, 2021 - 10:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 26 বার

সুলতান আল একরাম; ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক ও ইঞ্জিনচালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। এ সময় গুরুত্বর আহত হয়েছে আরো ৪ জন। নিহত ও আহতরা সকলেই নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসক। 

শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা নামক স্থানে মহাসড়কে বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের বাড়ী ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালী এলাকায় বলে স্থানীয়রা জানান। তবে এখন পর্যন্ত হতাহত কারোরই নাম পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, কুষ্টিয়ার বৃত্তিপাড়া থেকে একটি বাড়ীর ছাদ ঢালাইয়ের কাজ শেষ করে ১০ জন নির্মান শ্রমিক নিজ বাড়ী ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালীর উদ্দেশ্যে নসিমন গাড়ীতে করে ঢালাই ম্যাশিন নিয়ে যাচ্ছিলো। পথিমধ্যে মহাসড়কের মদনডাঙ্গা নামক স্থানে পৌঁছলে কুষ্টিয়াগামী সেনা কর্ল্যাণ সংস্থার একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলেই খন্ড-দ্বিখন্ডিত হয়ে ৬ জনের মৃত্যু হয়। আর সংর্ঘষে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে গর্তে পড়ে যায়।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তার বেহাল দশা, যে কারণে প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। তারা রাস্তার খানাখন্দ মেরামতের জোর দাবি জানান।