ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৪:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের সুস্থতা কামনায় আওয়ামী লীগের দোয়া অনুষ্ঠান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 14, 2021 - 10:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 66 বার

হুদা মালী শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সাবেক সাংসদ বর্ষীয়ান জননেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনসুর আহমেদের শারীরিক সুস্থতা কামনা করে গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টায় গান‌ই বাড়ি হাই স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

দোয়া মিলাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জি, এম শফিউল আযম লেনিন। সভাপত্বি করেন, শেখ আব্দুল বারী সভাপতি গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগ, দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন গাইনবাড়ী জামে মসজিদের খতিব হযরত মাওলানা আবু হানিফা মোহাম্মদ ত্বোহা, ও গাইনবাড়ী হাফিজিয়া মাদ্রাসার মোয়াল্লেম আলহাজ্ব হাফেজ আবু বাক্কার সিদ্দিক।
উপস্থিত ছিলেন, শেখ মহাসিন আলম সাধারণ সম্পাদক গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগ, জি এম বাদশাহ আলম যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ জি এম ইমাম হোসেন যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগ। গাজী আব্দুল মান্নান, বিশিষ্ট সমাজ সেবক, জি এম আব্দুল মান্নান খোকা যুগ্ম সাধারণ সম্পাদক গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগ, জি এম আবিয়ার রহমান ইউ’পি সদস্য ৭নং ওয়ার্ড গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগ, এস এম আতাউর রহমান আহবায়ক গাবুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগ, সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।