ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে চট্টগ্রাম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 15, 2020 - 9:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 120 বার

খেলার খবর : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে উঠেছে গাজি গ্রুপ চট্টগ্রাম। মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেক্সিমকো ঢাকাকে ৭ উইকেটে হারিয়েছে তারা।

ঢাকার দেওয়া ১১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে লিটন দাস (৪০), মোহাম্মদ মিঠুন (৩৪) ও সৌম্য সরকারের (২৭) ব্যাটিং নৈপুণ্যে ১৯ দশমিক ১ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে নোঙড় করে চট্টগ্রাম। ঢাকার পক্ষে একটি করে উইকেট পেয়েছেন আল-আমিন ও মুক্তার আলী।

এর আগে টসে জিতে ব্যাট করে ২০ ওভারে ১১৬ রানে অলআউট হয় বেক্সিমকো ঢাকা। অধিনায়ক মুশফিকুর রহিম ও আল-আমিন জুনিয়র ২৫ রান করে করেন। এছাড়া ইয়াসির আলীর ব্যাট থেকে আসে ২৪ রান। চট্টগ্রামের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ৩টি ও শরিফুল ইসলাম ২টি উইকেট লাভ করেন।

আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। সেখানে গাজী গ্রুপ চট্টগ্রামের প্রতিপক্ষ জেমকন খুলনা।