ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

দক্ষিণ সুনামগঞ্জের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক জন আরোহী নিহত,আহত ১জন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 15, 2020 - 9:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 107 বার

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ সুনামগঞ্জের টেকস্টাইল ইনস্টিটিউটের সামনে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে এবংসাথে থাকা অপরজন গুরুতর আহত হয়েছে। নিহতের নাম মো. আব্দুল জলিল(২২)। আহতের নাম ও পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি। নিহত যুবক সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মো. আবু তাহেরের ছেলে। নিহত যুবক সুনামগঞ্জ মায়ের দোয়া নামক একটি বেকারীর স্যালসম্যান হিসেবে কাজকরত।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ র্দূঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। তবে পুলিশ ট্রাকটি আটককরলে ও ড্রাইভার পালিয়ে যায়।।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,নিহতযুবকটি বেকারীর মালামালের অর্ডার নিয়ে দক্ষিণসুনামগঞ্জের পাগলা বাজার থেকেসুনামগঞ্জে ফেরার পথে উল্টোদিক থেকে একটি ট্রাক সিলেট যাওয়ার পথে টেকস্টাইল ইনস্টিটিউটের সামনে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মো. আমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।