রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রীর খাদ্য সহায়তা
ইসমাঈল হোসেন নয়ন,রাঙ্গুনিয়া: বাংলাদেশ আ,লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পক্ষ থেকে সৌদি আরবের কিং সালমান রিলিফ সেন্টারের সহযোগিতায় রাঙ্গুনিয়ায় হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) সকালে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তথ্যমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান এন,এন,কে ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার হোছনাবাদ, লালানগর, ১নং রাজানগর, ১৪নং দক্ষিণ রাজানগর এবং ইসলামপুর ইউনিয়নের দেড় শতাদিক হতদরিদ্রের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। ২৫কেজি ওজনের প্রতি প্যাকেটে চাল, ডাল, তেল, চিনি, আলু, খেজুর সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ছিল।
এই উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইসলামপুর ইউনিয়ন আ,লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ,লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার। লালানগর ইউনিয়ন আ,লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী মঈন উদ্দীন’র সঞ্চলনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ১নং রাজানগর ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক আবু জাফর, হোসনাবাদ ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক অসীম বরণ সুশীল, লালানগর ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তাফা বাবুল, ১৪নং দক্ষিন রাজানগর ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগ সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল, লালানগর সাবেক ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।