ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৩৯ অপরাহ্ন

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 17, 2021 - 11:11 am
  • পঠিত হয়েছে: 88 বার

রাজবাড়ি প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে দুই দফায় দীর্ঘ প্রায় সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার দিবাগত মধ্যরাতে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে রাত ১টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে রোববার ভোর পৌনে ৫টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।

কিন্তু সকাল ৭টার দিকে আবারো কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সকাল পৌনে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

বর্তমানে এরুটে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে। ফেরি চলাচল শুরু হওয়ায় সিরিয়ালে থাকা যানবাহনের চাপও দ্রুত কমে যাবে।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তের সড়কে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, পণ্যবাহী ট্রাকসহ কয়েকশ যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।