ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১০:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জয়পুরহাটে ৫ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 17, 2021 - 3:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 82 বার

সুলতান মাহমুদ, জয়পুরহাট জয়পুরহাট জেলার কালাই উপজেলার পাঁচশিরা থেকে ৫ কেজি আটশত পঁচিশ গ্রাম গাঁজাসহ ৩ জন শীর্ষ মাদক ব্যাবসায়ী কে ‌গ্রেফতার ক‌রে‌ছে র‍্যাব।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ এর নেতৃত্বে ১৭ জানুয়ারি ভোর রাতে জেলার কালাই থানাধীন পাঁচশিরা এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ কেজি আটশত পঁচিশ গ্রাম গাঁজা সহ সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার বাকবাড় (হরিনাথপুর) এলাকার মৃত ভোলা মিয়ার ছেলে সুজন (৪০), একই এলাকার আব্দুল সামাদের ছেলে ইয়াকুব আলী (২৫) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার নাওডাঙ্গা এলাকার শাহাজাহান আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৬), কে হাতেনাতে গ্রেফতার করেছে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে।