কালিয়াকৈরে জনপ্রতিনিধি সাংবাদিক ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভা
শাহআলম সরকার কালিয়াকৈর প্রতিনিধি: পাঁচ দফা দাবীতে সারাদেশের মতো গাজীপুরের কালিয়াকৈর সাংবিধানীক নির্দেশনা ও আইনানুযায়ী প্রতিষ্ঠিত প্রশাসিক একাংশ নিবার্চিত উপজেলা পরিষদ কর্তৃত্বহীন, প্রজাতন্ত্রের মালিক জনগন, তৃণমূলের জবাবদিহি শাসন বিঘ্নিত জনপ্রতিনিধি সাংবাদিক ও বিশিষ্টজনদের সাথে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন গাজীপুর জেলা শাখার উদ্যোগে রোববার দুপুরে কালিয়াকৈর প্রেসক্লাবের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদের সঞ্চালনায় গাজীপুর পরিষদ এসোসিয়েশনের সভাপতি ও কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আমান হোসেন খান, গাজীপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রীনা পারভীন, প্রমূখ।
আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, কালিয়াকৈর সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদ মাহবুব হাসান মেহেদী,সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিকস সাংবাদিকবৃন্দ।