ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৬:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কৃষকদের মাঝে বিনামুল্যে কৃষি যন্ত্র বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 17, 2021 - 6:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 96 বার

মেছবাহুল আলম ভুরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষকদের ফসল মাড়াই সংক্রান্ত সমস্যা দূর করতে বিনামূল্যে ২৫ লাখ টাকার মাড়াই যন্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩২টি মাড়াই যন্ত্র বিতরণ করা হয়। প্রতিটি মাড়াই যন্ত্রের মূল্য প্রায় ৮০ হাজার টাকা।

শিলখুড়ি ইউনিয়নের কৃষক মোফাজ্জাল হোসেন জানান, পাওয়ার থ্রেসার পাওয়ায় এখন ধান ও গম মাড়াই করতে সুবিধা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান, কৃষকদের ধান ও গম মাড়াই সমস্যা লাঘব করতে ৩২টি পাওয়ার থ্রেসার (মাড়াই যন্ত্র) বিতরণ করা হয়েছে। এছাড়া পরবর্তীতে আরো ৩২টি পাওয়ার থ্রেসার বিতরণ করা হবে।

বিতরণকালে সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।