ঢাকা | জানুয়ারী ৪, ২০২৫ - ৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কবিতা “আলোর আলোড়ন”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 17, 2021 - 11:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 77 বার

সারমিন জাহান মিতু

জীবন প্ল্যাটফরমে দাঁড়িয়ে ছিলাম
অনন্ত কাল,
কতোবার এ স্টশন পেরিয়ে গেছে
হুইসেল বাজিয়ে ট্রেন।
আমি ঠিক পিছল খাওয়া যাত্রী,
কোনদিনই ট্রেনের ফাস্টক্লাসে উঠতে পারিনি
তা নয় ওঠা হয়নি।
অমূলক শব্দের কাছে আমার হেরে যাওয়ার ভয়
আামাকে আড়ষ্ট করে দিতো।
একদিন প্ল্যাটফরম জুড়ে আলোর আলোড়ন,
হাত বাড়িয়ে নয়
মন ভরিয়ে ছুুঁয়ে দিলে আমাকে।
আমি আলো ভালোবাসলাম,
মৌণ ব্রতচারিণী আমি
চিৎকার করে বলতে পারিনি ভালোবাসা
ছুুঁয়ে গেছে আমায়।
কিংবা আমি ভালো বেসেছি।
বিশ্বাস আর অনুভবে আলোর আলোড়ন
বুকে বয়ে চলেছি।
না কোন সামাজিক আদালতে পেশ করিনি
এ ভালোবাসার নথিপত্র,
স্বাক্ষী রাখিনি কোন।
আমার পরিশুদ্ধ মন শুধু আলাপনে বিশ্বাস টুকু
অমর্যাদা করতে শিখেনি,
বলেই আমি ভালোবেসেই বিশ্বাস রাখলাম।
কিন্তু শর্ত দেয়নি আলো আমাকে অন্ধকার দেবোনা।
আলোর গতিপথ বদলে যেতে পারে,
অন্যকোন আলোকিত প্ল্যাটফরমে।
আমি অন্ধকারে ডুবে যেতে পারি যেনোও
সেই আলোর আলোড়ন বুকের গভীর হতেই
ভালোবাসলাম।
না এখানে পরাজয় রাখিনা
শুধু ভালোবাসা রাখি।