জয়পুরহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
সুলতান মাহমুদ,জয়পুরহাট প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর, ২০ইং, জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৬টায় শহিদ ডাক্তার আবুল কাশেম ময়দানে শহিদের স্মৃতিস্তম্ভে পুস্প অর্পন করে শহিদের শ্রদ্ধা জানান।
জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম পুলিশ সুপার সালাম কবির পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা।
দিনব্যাপি জেলার সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এবং সংগঠনের উদ্দ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।