ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৭:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তাহিরপুরে ভারতীয় অবৈধ নাসির বিড়ির চালান সহ চোরাকারবারী আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 18, 2021 - 10:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 70 বার

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ঃঃ আমদানী নিষিদ্ধ ভারতীয় বিড়ির চালানসহ মেজবাহ উদ্দিন নামে এক চোরাকারবারীকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
আটক মেজবাহ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার এ তথ্য জানান।
তিনি আরো বলেন, সীমান্তের চোরাকারবারী নিকট হতে ভারতীয় বিড়ির চালান ক্রয় করে তাহিরপুর উপজেলা সদরে নিয়ে যাওয়ার পথে থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টহল দল সোমবার ভোররাতে তাহিরপুর বাদাঘাট সড়কের হোসনার ঘাট এলাকা হতে মেজবাহকে আটক করেন। একই সময় তার অপর সহযোগী কৌশলে পালিয়ে যায়।
এরপর তার হেফাজত হতে ৪২ হাজার শলাকা ভারতীয় শেখ নাসির বিড়ি, একটি রেজিষ্ট্রেশান বিহিন ভারতীয় ১০০ সিসি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশী জিজ্ঞাসাবাদ আটক মেজবাহ জানায়, উপজেলার বারেকটিলা, লাউড়েরগড়,বারহাল, চন্দ্রপুর, বাদাঘাটের আওয়াল, তোতা, মিরাজ, কুদ্দুছ, হুময়াুন, জাহাঙ্গীর, শফিকুল, মজিদসহ একটি চোরাকারবারী সিন্ডিক্যাটের নিকট হতে বিড়ির চালানটি ক্রয়ের পর উপজেলা সদর, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের থাকা দোকানে দোকানে পুন:রায় বিক্রয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।