ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

শাহমখদুম থানা প্রাঙ্গনে কম্বল বিরতণ ও মানবতার দেওয়াল উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 19, 2021 - 6:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 52 বার

লিয়াকত রাজশাহী ব্যুরোঃ গতকাল মঙ্গলবার ১৯ জানুয়ারি সকাল ১১.০০ টায় রাজশাহী’র আরএমপি শাহমখদুম থানার উদ্যোগে শীতার্ত দুস্থদের মাঝে কম্বল বিতরণ ও মানবতার দেওয়াল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত দুস্থদের মাঝে নিজ হাতে কম্বল বিতরণ করেন। এছাড়াও পুলিশ কমিশনার মহোদয় শাহমখদুম থানার গেইট সংলগ্ন মানবতার দেওয়াল উদ্বোধন করেন।

এসময় আরএমপির কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে মানবতার দেওয়াল রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি অন্যতম মানবিক উদ্যোগ। তিনি মানবতার দেওয়ালে সমাজের স্বচ্ছল ও বিত্তবান মানুষকে তাদের অপ্রয়োজনীয় কাপড়-চোপড় প্রদান করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
কমিশনার আরো বলেন, শাহমখদুম উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলাম এর উদ্যোগে পবা থানায় ও শাহ মখদুম থানায় মানবতার দেওয়ালের কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে রাজশাহী আরএমপির ১২ টি থানায় মানবতার দেওয়াল স্থাপন করা হবে। এই ধরণের মহৎ উদ্যোগ রাজশাহী আরএমপির ১২ টি থানা, ১২টি পুলিশ ফাঁড়ি, ৩ টি পুলিশ বক্স, ৪টি উপ-পুলিশ কমিশনার কার্যালয় ও ১ টি ডিবি অফিসে মানবতার দেওয়াল স্থাপন করা হবে। ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হবেন এবং পুলিশ মানবিক পুলিশিং এর ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে, যা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভুমিকা রাখবে।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব সালমা বেগম, পিপিএম, উপ-কমিশনার (সদর) জনাব মোঃ রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (শাহমখদুম) জনাব সোনিয়া পারভীন, শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সরকার, এয়ারপোর্ট থানা অফিসার ইনর্চাজ নুরে আলম সিদ্দিকী, পবা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ গোলাম মোস্তফা সহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ ও ফোর্সবৃন্দ।