ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৯:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহী চেকপোস্টে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে পিটিয়ে গুরুতর আহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 19, 2021 - 6:53 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 136 বার

লিয়াকত রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর এক চেকপোস্টে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্টকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আজ ১৯ জানুয়ারি মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার ঘোড়া চত্বরে (সিটি বাইপাস মোড়ে) এই ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানায়, চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজ পরীক্ষা নিরীক্ষা করছিলেন কর্তব্যরত সার্জেন্ট বিপুল ভট্টাচার্য (৩২)। এ সময় তিনি দুই যুবককে থামিয়ে তাদের মোটরসাইকেলে কাগজপত্র দেখতে চায়। এ সময় কাগজপত্র নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই যুবক সার্জেন্ট বিপুলের উপর হামলা চালায়। এ সময় তারা সার্জেন্ট বিপুলকে কাকের চলা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাকে হাসপাতালের ৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।