সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ‘লেনিন’ কে সংবর্ধনা অনুষ্ঠিত
হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ ১২নং গাবুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাখা কর্তৃক পার্শ্বেমারী বাজার চত্বরে মঙ্গলবার (১৯ ই জানুয়ারি) বিকাল ৪টায় গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল বারীর সভাপতিত্বে,
জননেতা জি এম শফিউল আযম লেনিন
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় ৫নং ওয়ার্ডের বাসীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। জননেতা জি এম শফিউল আযম লেনিন তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র হাত কে শক্তিশালী করতে নৌকা প্রতীকের বিকল্প নেই।
তিনি আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীর উদ্দেশ্য বলেন চলমান উন্নয়ন চিত্র মানুষের কাছে তুলে ধরে শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ , আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্রের কথা মানুষের মাঝে তুলে ধরেন এবং দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র জন্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনসুর আহমেদ নানার জন্য দোয়া চান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম বাদশাহ আলম, গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহাসিন আলম, গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম ইমাম হোসেন, আওয়ামী লীগ নেতা ও গাবুরা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য জি এম আবিয়ার রহমান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউ’পি সদস্য ৩নং ওয়ার্ড শ্রী পীযুষ কুমার মৃধা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাওলানা মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আবুল সবুর মোড়ল, গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আতিয়ার রহমান, জেলা আওয়ামী যুবলীগের অন্যতম নেতা ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংগঠনিক সম্পাদক জি এম আব্দুল্যাহ আল মামুন, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ আবু রায়হান মোহাম্মদ হাসান, সহ গাবুরা ইউনিয়ন, আওয়ামী লীগ সহ অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন গাবুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক এস এম আতাউর রহমান।