হাইমচরে চরভৈরবি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির পরিচিতি ও প্রথম সাধারণ সভা
মোঃ জাহিদুল ইসলাম হাইমচরঃ চাঁদপুরের হাইমচর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী ৬নং চরভৈরবী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির পরিচিতি ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৯ (জানুয়ারি) মঙ্গলবার বিকেল ৩ ঘটিকায় চরভৈরবি বাজারে ৬নং চরভৈরবি ইউনিয়ন সেচ্ছাসেবকদলের নবগঠিত কমিটির পরিচিতি ও প্রথম সাধারণ সভায় নবগঠিত কমিটির সভাপতি মোঃ আবদুল আলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল লতিফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ বোরহান উদ্দিন জোটন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরভৈরবী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আনোয়ার হোসেন ভুট্টু কাজী, ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি সুলতান হাওলাদার, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম বাবু, চরভৈরবী ইউনিয়ন যুবদলের সাবেক নেতা কামরুল ইসলাম প্রধানীয়া ও ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক জসিম সরকার ও চরভৈরবী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের মাহমুদ (বাবু) ও সাবেক যুগ্ন সাধারন সম্পাদক রাছেল হাওলাদার, সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম ও সাবেক সদস্য নাজমুল সিকদার সহ অন্যান্য নেতাকর্মী।
পরিচিতি সভা অনুষ্ঠান শেষে ৬ নং চরভৈরবি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মো.আবদুল আলিম ও সাধারণ সম্পাদক মোঃ লতিফ মাঝি নেতৃত্বে উপজেলা সেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ কে ফুল দিয়ে বরন করে নেন চরভৈরবি ইউনিয়ন সেচ্ছাসেবকদল।
এই সময় দল কে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন হাইমচর উপজেলা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ
পরিচিতি ও প্রথম সাধারণ আলোচনা সভা অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ নূর মোহাম্মদ, সহ সভাপতি মোঃ হানিফ হাওলাদার, মোঃ মুনসুর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম বেপারী, মোঃ লোকমান হারিস,মোঃ কবির বেপারী,মোঃ সবুজ বেপারী, দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন প্রধানীয়া সহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।