ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৯:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পীরগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা ফাইনাল খেলা অনুষ্ঠিত 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 19, 2021 - 8:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 107 বার

মাহমুদুল হাসান, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ প্রতিপক্ষের চোখে চোখ রেখে একটা একটা করে ধাপ পেরিয়ে যাওয়া! প্রতিটি ধাপে ধূর্ত শেয়ালের মতো বুদ্ধি খাটিয়ে নিজেকে বাঁচিয়ে চলা। দুরন্ত শৈশবের উত্তেজনাকর খেলাগুলোর মধ্যে অন্যতম খেলা ছিল এই দাঁড়িয়াবান্ধা (ছুর) খেলা।

এই ঐতিহ্যবাহী খেলাটি আজ বিকেল ৩ টায় রংপুরের পীরগঞ্জের আকুবের পাড়া যুব সমাজের আয়োজনে আকুবের পাড়া খেলার মাঠে গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী দারিয়া বান্দা (ছুর) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । শিমুল বাড়ী বিনোদন বহুমুখী স্পোর্টিং ক্লাব রংপুর বনাম মহারাজপুর স্পোর্টিং ক্লাব দিনাজপুরের মধ্যকার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে । পুরো সময় জুড়ে দুদলের তুমুল উত্তেজনা পূর্ণ ফাইনাল ম্যাচে মহারাজ পুর স্পোর্টিং ক্লাব দিনাজপুর কে ১ গোল ( ছুর) এ হারিয়ে শিমুলবাড়ী বিনোদন বহুমুখী স্পোর্টিং ক্লাব রংপুর জয়লাভ করে । খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে পুরুষ্কার বিতরন করা হয়েছে ।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও শহীদ ডাঃ আকবর আলী কৃষি ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি মোদাব্বেরুল ইসলাম সাজু, বড় আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক বকুল মিয়া, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান সেলিমসহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন ।