ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৬:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিউইয়র্কের বিশিষ্ট দন্ত চিকিৎসক ডা. মেসের আহমেদ করোনায় ইন্তেকাল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 20, 2021 - 1:01 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 98 বার

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান বিশিষ্ট দন্ত চিকিৎসক এবং বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন অব ইউএসএ’র সভাপতি ডা. মেসের আহমেদ, ডিডিএস, পিএইচডি, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। গত ১৮ জানুয়ারী সোমবার রাতে নর্থশোর হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিলো ৬৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এবং দুই কন্যা সহ বহু আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। কমিউনিটির পরিচিত মুখ ডা. মেসের আহমেদের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি নিউইয়র্কে লং আইল্যান্ডে বসবাস করছিলেন। তার দেশের বাড়ি বরিশাল জেলার মেহেনদীগঞ্জ উপজেলার চানপুর গ্রামে।

জানা গেছে, ডা. মেসের আহমেদ কৃতিত্বের সাথে ঢাকা ডেন্টাল কলেজ থেকে ডেন্টাল ডিগ্রী নেয়ার পর রাশিয়ার থার্ড ডেন্টাল ইউনিভাসিটি থেকে পিএইচডি করেন। রাশিয়ায় লেখাপড়া শেষে আশির দশকের শেষদিকে যুক্তরাষ্ট্রে আসেন। এখানে ডিডিএস সম্পন্ন করে তিনি জ্যাকসন হাইটস ও ব্রঙ্কসে প্রাকটিস করেন।

ডা. মেসের নিউইয়র্কের এস্টোরিয়া ও জ্যাকসন হাইটসে বসবাস করার পর লং আইল্যান্ডে বাড়ী ক্রয় করে সেখানে স্থায়ীভাবে নিবাস গড়েছিলেন।

ব্যক্তিগত জীবনে ডা. মেসের আহমেদ সংস্কৃতিমনা ও ধার্মিক ছিলেন। কবি হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। তার গানের সিডিও প্রকাশিত হয়েছে। নিউইয়র্কের অন্যতম সাংস্কৃতিক সংগঠন সুর ও ছন্দ সহ বিভিন্ন সংগঠনের পৃষ্টপোষকও ছিলেন। তিনি ব্রঙ্কসে একটি বড় মসজিদ প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছিলেন এবং জ্যামাইকা মুসলিম সেন্টারেরও সক্রিয় সদস্য ছিলেন।