ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৭:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রোগী আর ধরছে না ক্যালিফোর্নিয়ার হাসপাতালে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 20, 2021 - 1:03 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 90 বার

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি : ক্যালিফোর্নিয়ার হাসপাতালে রোগী আর ধরছে না। প্রথম রাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ ৩০ লাখ ছাড়িয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় ও কভিড ট্রেকিং প্রজেক্ট এ তথ্য জানিয়েছে।

ক্যালিফোর্নিয়ায় গত দুই মাসে করোনা সংক্রমণের সংখ্যা তিনগুণ হয়েছে। যুক্তরাষ্ট্র করোনা সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বে শীর্ষ অবস্থানে। দেশটিতে করোনা সংক্রমণের সংখ্যা আড়াই কোটি ছাড়িয়েছে। মারা গেছে ৪ লাখের বেশি মানুষ।

দেশটির সবচয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য ক্যালিফোর্নিয়ায় এখন করোনা সংক্রমণের সংখ্যা ৩০ লাখ ৫ হাজার ৮৩০ এবং এ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজ্যটিতে মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৬২৩ জনের। সিএনএন জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার হাসপাতালগুলো করোনারোগীতে ভর্তি হয়ে আছে।